Bangladesh Bank Full Time

Bangladesh Bank

Website @Bangladesh Bank
Share on:

♦ অফিসার (জেনারেল) পদে ২০০ জন নেবে বাংলাদেশ ব্যাংক

অফিসার (জেনারেল) পদে ২০০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক।

আবেদনের যোগ্যতা :  যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা ৪ বছরের স্নাতক। এসএসসি/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ে কমপক্ষে একটিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমান। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। প্রার্থীর বয়সসীমা : ১৫ মার্চ ২০২০ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর। কোটার ক্ষেত্রে অনূর্ধ্ব ৩২ বছর।

বেতন : জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০ টাকা স্কেলে।

অনলাইনে আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের (erecruitment.bb.org.bd) মাধ্যমে। অনলাইনে আবেদনের সময় নির্ধারিত স্থানে প্রার্থীর স্বাক্ষর ও সদ্য তোলা ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা) আপলোড করতে হবে। অনলাইনে আবেদন করার পর সিভি আইডেন্টিফিকেশন নাম্বার, ট্র্যাকিং নাম্বার ও পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড ও অন্যান্য কাজে এসব তথ্য দরকার হবে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা অন্যান্য নির্দেশনাও অনুসরণ করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৩ এপ্রিল ২০২১। নিয়োগ বিজ্ঞপ্তি : https://erecruitment.bb.org.bd/career/mar152021_bb_18.pdf

♦ ৮ ব্যাংক-প্রতিষ্ঠানে ৮৬৮ জনের চাকরির সুযোগ

সিনিয়র অফিসার পদে ৮৬৮ জনকে নিয়োগ দেবে রাষ্ট্র মালিকানাধীন ৭ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান।

কোথায় কত পদ : সোনালী ব্যাংক-২৩৭টি, জনতা ব্যাংক-৪৪০টি, রূপালী ব্যাংক-৭৭টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক-৩৪টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক-২৪টি, বাংলাদেশ কৃষি ব্যাংক-৯টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-৩২টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন-১৫টি।

যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা ৪ বছরের স্নাতক/স্নাতক (সম্মান)। এসএসসি/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ে কমপক্ষে দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমান।

কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

গ্রেডিং পদ্ধতির ফলাফলে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।

বয়স : ১ মার্চ ২০২০ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর। কোটার প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

বেতন : জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে।

আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের erecruitment.bb.org.bd ওয়েবসাইট থেকে।

আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ ২০২১।

নিয়োগ বিজ্ঞপ্তি : https://erecruitment.bb.org.bd/career/mar152021_bscs_49.pdf