বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে চাকুরী Full Time

Bangladesh Folk Art & Crafts Foundation

Website @Bangladesh Folk Art & Crafts Foundation
Share on:

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে চাকুরী (Bangladesh Folk Art & Crafts Foundation):

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে চাকুরী করার জন্য আবেদন প্রক্রিয়া সম্পর্কে ভালোভাবে জ্ঞান থাকা একজন চাকুরী প্রার্থীর জন্য অনেক গুরুত্বপূর্ণ। চাকরি সম্পর্কে যে সকল তথ্য প্রয়োজন সে সকল তথ্য আবেদন প্রক্রিয়ার ভিতর সংযুক্ত করতে হবে। তাই একজন চাকুরী প্রার্থীর জন্য আবেদন প্রক্রিয়া টি ভালোভাবে জানা এবং ভালোভাবে প্রয়োগ করা জরুরী। তাই আপনি যদি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এর আবেদন করার জন্য আগ্রহী প্রার্থী হয়ে থাকেন। তাদের দেওয়া অফিশিয়াল নোটিশটি ফলো করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। আবেদন করার আগেই আবেদন শুরুর তারিখ আবেদনের শেষ তারিখ এবং আবেদনের প্রক্রিয়া ভালোভাবে জেনে তারপর আবেদন করুন।

পদ সমূহ:

১. সহকারী লাইব্রেয়ীয়ান-কাম-ক্যাটালগার(গ্রেড-১১) – ১টি

২. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)-১ টি

৩. মিউজিয়াম এটেনডেন্ট (গ্রেড-১৯)- ১ টি

৪. গার্ড(গ্রেড-২০)-১টি

প্রয়োজনীয় যোগ্যতা:

১। সহকারী লাইব্রেয়ীয়ান-কাম-ক্যাটালগার(গ্রেড-১১) : গ্রন্থাগার বিজ্ঞানে ন্যূনতম স্নাতক ডিগ্রীধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

২। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)- কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম এইচ,এস,সি পাস । কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড  প্রসেসিং, ডাটা প্রসেসিং ইত্যাদির সর্বনিম্ন গতি :

  • বাংলা: প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ
  • ইংরেজি : প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ

৩। মিউজিয়াম এটেনডেন্ট (গ্রেড-১৯): অষ্টম শ্রেনী পাশ ।

৪। গার্ড(গ্রেড-২০): ৮ম শ্রেনী পাশ , সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা এবং শারীরিক যোগ্যতা থাকতে হবে ।

গুরুত্বপূর্ন তথ্য সমূহ : 

বয়স : 

প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর (২৭ জানুয়ারি ২০২২ তারিখে সর্বনিম্ন ১৮ বছর  এবং সর্বোচ্চ ৩০ বছর) । তবে মুক্তিযোদ্ধা হলে বয়সসীমা ৩২ পর্যন্ত শিথিলযোগ্য ।

আবেদন ফি: 

ক্রমিক ১ ও ২ এ উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাববদ ১২/- (বার) টাকা মোট ১১২/-(একশত বার)টাকা । এবং ৩ ও ৪ নং এ উল্লেখিত পদের জন্য প্রতি প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকা মোট ৫৬/-(ছাপান্ন) টাকা।

আবেদনের নিয়ম : 

নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত নিয়মাবলী www.sonargaonmuseum.gov.bd এবং http://bfacf.teletalk.com.bd/ 

এ পাওয়া যাবে ।

আবেদনের শেষ তারিখ :

অনলাইনে আবেদনের শেষ তারিখ আগামী ১৩ ফেব্রুয়ারী ২০২২ ইং বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত ।

 

নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন