Ministry of Health and Family Welfare Full Time

Ministry of Health and Family Welfare

Website @Ministry of Health and Family Welfare
Share on:

পদের নাম: ষ্টেনোগ্রাফার কম্পিউটার অপারেটর/সাঁট লিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদ সংখ্যা: ১০ টি।
  • শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রী। (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা। (গ) সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজি-৮০ শব্দ বাংলায়-৫০ শব্দ। (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজি-৩০ শব্দ বাংলায়-২৫ শব্দ।
  • বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

 

পদের নাম: কম্পিউটার অপারেটর

  • পদ সংখ্যা: ০২ টি।
  • শিক্ষাগত যোগ্যতা: (ক)কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্লাতক(সম্মান) বা সমমানের ডিগ্রী।(খ)কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে। (গ) বাংলা এবং ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি ৫টি স্ট্রোক একটি শব্দ হিসাবে গণ্য হবে। (ঘ) ৫% এর অধিক ভুলের ক্ষেত্রে কোন গতি অর্জন করেন নাই মর্মে গণ্য হবে।
  • বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

 

পদের নাম: সাঁট লিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদ সংখ্যা: ০৪ টি।
  • শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যুন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্লাতক বা সমমান ডিগ্রী। (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা। (প) সাঁট লিপিতে প্রতি মিনিটে ইংরেজি-৭০ শব্দ বাংলায়-৪৫ শব্দ। (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজি-৩০ শব্দ বাংলায়-২৫ শব্দ।
  • বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

 

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদ সংখ্যা: ০৪ টি।
  • শিক্ষাগত যোগ্যতা: (ক)কোন স্বীকৃত বাের্ড হতে অন্যুন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সা্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা। (গ) কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজি-২০ শব্দ বাংলায়-২০ শব্দ।
  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

 

পদের নাম: এন্টি/কন্ট্রোল ডাটা অপারেটর

  • পদ সংখ্যা: ০২ টি।
  • শিক্ষাগত যোগ্যতা: (ক)কোন স্বীকৃত বাের্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজি-২০ শব্দ, বাংলা-২০ Standard Aptitude Test হতে হবে। (গ)বাংলা ও ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি ৫টি স্ট্রোক একটি শব্দ হিসাবে গন্য হবে। (ঘ) ৫% এর অধিক ভুলের ক্ষেত্র কোন গতি অর্জন করেন নাই বলে গন্য হবে।
  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

 

পদের নাম: মেশিন ফটোকপি অপারেটর

  • পদ সংখ্যা: ০১ টি।
  • শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বাের্ড হতে অন্যন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা। (গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
  • বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা।

 

  • পদের নাম: ডেসপাচ রাইডার
  • পদ সংখ্যা: ০১ টি।
  • শিক্ষাগত যোগ্যতা: (ক) কোন স্বীকৃত বাের্ড হতে অন্যন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় (খ) মােটর সাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী। (গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
  • বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা।

 

পদের নাম: অফিস সহায়ক  

  • পদ সংখ্যা: ৩৩ টি।
  • শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বাের্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদন নিয়ম:  dgmeded.teletalk.com.bd আগ্রহী প্রার্থীরা এ-র মধ্যেমে আবেদন করতে পারবেন।

 

PDF

 

 

 

 

Overview

  • Job Title: Ministry of Health and Family Welfare
  • Company Location: Ministry of Health and Family Welfare
  • Workplace: Work at office
  • Published on: 01/04/2021
  • Vacancy: 77
  • Salary: 10K - 60k
  • Employment Status: Full Time
  • Gender: Both males and females are allowed to apply
  • Age: Age 18 to 40 years
  • Deadline (mm-dd-yyyy) : 05/11/2021
Apply Online

Apply For This Job

আবেদন নিয়ম:  dgmeded.teletalk.com.bd আগ্রহী প্রার্থীরা এ-র মধ্যেমে আবেদন করতে পারবেন।